Amader Choto Nodi Poem Lyrics (আমাদের ছোট নদী) Bengali Rhymes

Amader Choto Nodi Poem Lyrics :

Amader Choto Nodi Poem And Bengali Rhymes Written by Rabindranath Tagore from Sahaj Path Bengali First Edition Language Learning Book. Amader Choto Nodi Bangla Kobita Abritti Nursery Rhymes Kids Song.

Poem : Amader Choto Nodi
Book : Sahaj Paath
Writer : Rabindranath Tagore
Label : Kheyal Khushi – Bangla Rhymes

Amader Choto Nodi Poem Lyrics In Bengali :

আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গোরু, পার হয় গাড়ি
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।চিক্ চিক্ করে বালি, কোথা নাই কাদা
একধারে কাশবন ফুলে ফুলে সাদা।
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক
রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক।

আর পাড়ে আমবন তালবন চলে
গাঁয়ের বামুন পাড়া তারি ছায়াতলে।
তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে
গামছায় জল ভরি গায়ে তারা ঢালে।

সকালে বিকালে কভু নাওয়া হলে পরে
আঁচল ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে।
বালি দিয়ে মাজে থালা, ঘটিগুলি মাজে,
বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে।

আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর
মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর।
মহাবেগে কলকল কোলাহল ওঠে,
ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে।
দুই কূলে বনে বনে পড়ে যায় সাড়া,
বরষার উৎসবে জেগে ওঠে পাড়া।।

আমাদের ছোটো নদী বাংলা কবিতা ছড়া :
Amader choto nodi chole bake bake
Boishak mashe tar hatu jol thake
Par hoye jay goru par hoy gari
Dui dhar uchu tar dhalu tar pari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here